Sunday, February 20, 2022
ভালোবেসে হাত ধরলেও যন্ত্রণা ছাড়লেও যন্ত্রণা, ধরলে দায়িত্ব বাড়ে আর ছেড়ে দিলে কষ্ট বাড়ে।
ভালোবেসে হাত ধরলেও যন্ত্রণা ছাড়লেও যন্ত্রণা, ধরলে দায়িত্ব বাড়ে আর ছেড়ে দিলে কষ্ট বাড়ে।
ভালোবেসে কারো হাত ধরার আগে শতবার চিন্তা করুন যেন মৃত্যু ছাড়া এ হাত না ছাড়েন। ভালোবাসা মানে একজন আরেকজনের সাথে জীবন মরণের সাথী, সারাক্ষণ একসাথে পথ চলার সাথী। তাইতো কারো সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করার আগে একটু হলেও ভাবা উচিত। অনেকেই বলে ভালোবাসা নাকি অন্ধ। এবার আপনিই বলুন একজন আরেকজনের হাত ছেড়ে দিলে তো রাস্তা খুঁজাই মুশকিল হয়ে যাবে। তাইতো কারো হাত ধরার আগে খুব ভাল করে চিন্তা করুন। ভালোবাসা মানে সুখের দিনে পাশে থাকবেন আর দুঃখ এলেই রেখে পালিয়ে যাবেন এমন নয়, বরং ভালোবাসা হলো দুঃখের দিনে প্রিয়জনের হাত আরও শক্ত করে ধরবেন। ভালোবাসার মানুষ হাত ধরে পাশে থাকলে সমস্ত বাঁধা বিপত্তি ডিঙিয়ে অনায়াসে সামনের দিকে অগ্রসর হওয়া যায় ইনশাআল্লাহ। ভালোবাসা মানে আমার জন্য তুমি আর তোমার জন্য আমি এই মর্মে প্রতিজ্ঞা বদ্ধ হওয়া। তাই তো কারো হাত ধরার আগে চিন্তা করুন, ছেড়ে দেওয়ার নিয়তে হাত না ধরাই ভালো। কথায়ই তো আছে মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়।
Subscribe to:
Post Comments (Atom)
হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...
-
ভালোবেসে হাত ধরলেও যন্ত্রণা ছাড়লেও যন্ত্রণা, ধরলে দায়িত্ব বাড়ে আর ছেড়ে দিলে কষ্ট বাড়ে। ভালোবেসে কারো হাত ধরার আগে শতবার চিন্তা করুন য...
-
হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...
-
একটি বাস্তব ঘটনা গল্প আকারে তুলে ধরছি। গল্পের নামগুলো ছদ্মনাম। আব্দুর রহিম কোন একটি থানার ইউনিয়ন বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করে ব্যবসায়...
একদম যথার্থ বলেছেন।
ReplyDeleteশুকরিয়া।
Delete