একটি বাস্তব ঘটনা গল্প আকারে তুলে ধরছি। গল্পের নামগুলো ছদ্মনাম।
আব্দুর রহিম কোন একটি থানার ইউনিয়ন বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করে ব্যবসায়ী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। ব্যবসায় মোটামোটি সাফল্য পাওয়ার পরেই পরিবারের মতে আব্দুর রহিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পরে আব্দুর রহিমের সংসার আল্লাহর রহমতে ভালই চলতে ছিল। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে বাচ্চা না হওয়াই নতুন করে টেনশন যোগ হয়। আর এরই মধ্যে বাচ্চার জন্য ডাক্তার ও কবিরাজের কাছে দৌড় লেগেই আছে। যাক অবশেষে আল্লাহর অশেষ রহমতে আব্দুর রহিম একজন ছেলে সন্তানের বাবা হন। বাবা হওয়ার খুশিতে এলাকাবাসী ও সমস্ত আত্মীয়স্বজনকে দাওয়াত করে আকিকার মাধ্যমে ছেলের নামকরণ সম্পন্ন করেন।
তারপর ক্রমান্বয়ে তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা হন। বড় ছেলে একটু বড় হতেই ধীরে ধীরে বাবার ব্যবসায় বাবাকে সাহায্য করতে থাকেন। এভাবেই ক্রমান্বয়ে তাদের ব্যবসা এগোতে থাকে। আর ধীরে ধীরে আব্দুর রহিম হয়ে উঠে ঐ এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। আবার এরই মাঝে ছোট ছেলের পুলিশ ডিপার্টমেন্টের চাকুরীও হয়ে যায়।
বড় ছেলেও হঠাৎ করেই বাবার অমতে বিয়ে করে । আর এই বিয়ের মধ্য দিয়েই পরিবারের ভাঙ্গন শুরু হয়। আর এদিকে বড় ছেলে শুশুর বাড়ির কুপরামর্শে বাবার সমস্ত ব্যবসা কে হাতিয়ে নেওয়ার খেলায় মেতে উঠে।
শেষ পর্যন্ত বাজার ব্যবসায়ীর চাপে দোকান ফেরত দিলেও রাতের আঁধারে দোকানের সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে নেয়।
এই ঘটনায় আব্দুর রহিম ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পরেন। আর এদিকে দুই ছেলে, দুই মেয়ে ও বউ এক গ্রুপ হয়ে আব্দুর রহিম কে সম্পূর্ণ একা করে দেয়।
দুই তিন বছর কষ্ট করে আব্দুর রহিম পুনরায় ব্যবসায় মনযোগ দিয়ে বর্তমানে মোটামোটি একটি ভাল অবস্থান তৈরি করেছেন। আর এদিকে ছেলের ঋণ ধীরে ধীরে বেড়েই চলছে।
বর্তমানে আব্দুর রহিমের একটাই স্বপ্ন পরিবারের পতন দেখা।
ফারুক আহমেদ।
No comments:
Post a Comment