Sunday, May 15, 2022

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে !

জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদি গান হতো তবে তো গলা ছেড়ে গাইতাম - আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।

না পাওয়ার যন্ত্রনা একসময়  হয়তো ভুলা যায়। কিন্তু হারানোর ভয় নিয়ে রাস্তা চলা খুবই কঠিন। এটা হোক বন্ধুত্ব, সংসার, প্রেম কিংবা চাকুরী। 

মানুষ যখন একা থাকে তখন আনুপাতিক হারে টেনশন কম থাকে। একা বলতে পরিবারের বাইরের সম্পর্ক কে বুঝানো হয়েছে।

মানুষের জীবনে যখন দায়িত্বের মুখোমুখি দাঁড়াতে হয় মূলত তখন থেকেই মানুষের আসল অধ্যায় শুরু হয়।

হারানোর ভয় নিয়ে রাস্তা চলে দেখুন রাস্তাকে কত কঠিন মনে হয়।

  • যদি কখনো প্রেম করেন তাহলে দেখবেন বিয়ের আগ মূহুর্তৃ পর্যন্ত টেনশন আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই টেনশনের কারনে আপনার রুটিন মাফিক কাজ বাধাগ্রস্থ হবে। এ হিসাবে বিয়ের আগে প্রেম না করাই ভাল।
  • যদি আপনার আয়ই হয় একমাত্র উপার্জন তবে দেখবেন চাকুরী হারানোর ভয় কিভাবে আপনাকে পেয়ে বসে।

পকেটে টাকা থাকলে যেমন ইচ্ছেমতন খরচ করার সাহস থাকে ঠিক তেমনই নিজের ভেতর যদি সত্যিকারের মেধা থাকে তবে দেখবেন আলাদা এক ধরনের আত্মবিশ্বাস মনের ভেতর কাজ করে। এজন্য হারানোর ভয় মনের ভেতর ঠাঁই না দিয়ে নিজের ভেতর জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করাই অধিকতর শ্রেয়।

ফারুক আহমেদ।


 


No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...