Sunday, April 10, 2022

বিশ্বাস

 প্রেম হলো এক বিশ্বাস এর নাম। বিশ্বাস ভেঙে গেলেই বিনা বাতাসেও প্রেম উড়ে যায়।


জমি ক্রয় করতে গেলে দলিল করতে হয়। বিয়ে করতে গেলেও অনেক নিয়ম কানুন পালন করেই করতে হয়। কিন্তু একমাত্র প্রেমের বেলাতেই কোন প্রকার দলিল বা স্বাক্ষীর কোন প্রয়োজন হয় না, বিশ্বাসই যথেষ্ট।


বিশ্বাস যে শুধুমাত্র প্রেমের বেলাতেই রাখতে হয় এমনটা নয়। কথায়ই তো আছে বিশ্বাস এ মেলায় বস্তু তর্কে বহুদূর।


প্রেম করেন, সংসার করেন, চাকুরী করেন আর বন্ধুত্বই রক্ষা করেন সব জায়গাতেই বিশ্বাস অপরিহার্য। 


তবে মেধা বলেও তো একটা কথা আছে। আপনি যাই করবেন মেধা কাঁটিয়েই করবেন। অন্ধের মত বিশ্বাস করা যাবে না।


সোনা যেমন কষ্টি পাথর দিয়ে ঘষে যাচাই করতে হয় তেমনই বিশ্বাস করার আগে নিজের বিবেক বুদ্ধি কে কাজে লাগাতে হবে।


মনে রাখতে হবে ভুল মানুষ কে বিশ্বাস করা আর জীবন সংগ্রামে পিছিয়ে যাওয়া একই কথা।


ফারুক আহমেদ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...