যে কোন সম্পর্কের মাঝে মান অভিমান হতেই পারে। এখন কথা হলো এই মান অভিমানের পর্ব কে কিভাবে সমাধান করবো? কতটা সময় নেব?
এটা যার যার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে এই বিষয়টিকে আমি একটু ভিন্ন ভাবে চিন্তা করি। আমার কাছে মনে হয় জীবনটাই ক্ষণিকের, তাই তো যথাসম্ভব দ্রুততার সহিত মান অভিমান এর পর্ব শেষ করা উচিত। মান অভিমান এর কারণে যতটুকু সময় নষ্ট করবেন ততটুকুই হারাবেন।
ছোট ছোট অভিমান ভালোবাসা বাড়ালেও অভিমান দীর্ঘস্থায়ী হলে সম্পর্কের মধ্যে ভাঙ্গন ধরতে পারে। আমার কাছে মনে হয় ভালোবাসা হলো অনেক টা শ্বাস প্রশ্বাসের মতো, ঠিকমত চললেই সুস্থ থাকা যায়।
No comments:
Post a Comment