বিয়ের আগে ভালোবাসার জন্য হন্যে হয়ে এর ওর পিছনে কত ঘুরি। অথচ বিয়ের পরে দায়িত্ব কর্তব্যের আড়ালে ভালোবাসা যে কোথায় হারিয়ে যায় টেরই পাই না।
আসলে ভালোবাসা হারিয়ে যায়, নাকি ভাবি ঘরের বউকে আবার ভালোবাসার কি আছে? সে তো আমার বিয়ে করা বউ, ভালোবাসলেও থাকবে না ভালোবাসলেও থাকবে। আসলে আমাদের মানসিকতার অভাব। সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় মূল্যায়ন করতে জানি না। বিয়ের আগে প্রেমিকার জন্য ভালোবাসার পাগল হয়ে সব কিছু ছাড়তে রাজি থাকি। দুজন দুজনের জন্য এতটাই পাগল হই যে কাছের মানুষদের তখন শত্রু মনে হয়। একবার মন থেকে ভাল করে ভেবে দেখুন তো অনিশ্চিত হাতের জন্য এত কিছু করতে রাজি আছেন আর নিজের নিশ্চিত ভালোবাসা ঘরের বউয়ের জন্য কেন আপনি পাগল প্রেমিক হতে পারেন না। যাকে ভালোবাসলে জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হবে সে হলো বিয়ে করা জীবন সঙ্গী। যার দিকে এক হাত বাড়ালে দুই হাত দিয়ে জড়িয়ে ধরবে সে আর কেউ নয়, সে হলো আপনার ঘরের বউ। যে আপনার প্রতিক্ষায় পথ চেয়ে বসে থাকে সে আর কেউ নয়, আপনার জীবন সঙ্গী।
তাই তো আমার দৃষ্টিতে ঘরের বউকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন তবে সে-
- বন্ধু হয়ে আপনার পাশে সব সময় দাঁড়িয়ে থাকবে।
- প্রেমিকা হয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দিবে।
- বউ হয়ে সংসার কে আগলে রাখবে।
তাই তো প্রেমিকার পিছনে মিছে মিছে সময় নষ্ট না করে বিয়ে করে বউকে প্রেমিকা বানিয়ে ভালোবাসার স্বর্গ বানিয়ে জীবন কাটিয়ে দিন। তাহলে দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই শান্তি পাবেন।
ফারুক আহমেদ, ময়মনসিংহ।
No comments:
Post a Comment