Tuesday, February 22, 2022

বাড়ছে সড়কের দুর্ঘটনা ঝড়ছে তাজা প্রাণ


প্রতিদিন খবরের কাগজ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে চোখ বুলাতেই নজরে আসে হরেক রকম সড়ক দুর্ঘটনার খবর। এসব খবর দেখে কষ্ট হলেও মনে মনে ভাবি যাক আল্লাহর রহমতে আমি তো ভালোই আছি।
মার্কেটিং চাকুরীর সুবাধে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। যাতায়াতের সময় অনেক জায়গায় দুর্ঘটনা দেখেও ভয়ে পাশ কাটিয়ে চলে যাই। কারণ হলো চাকুরী করলে গন্তব্যে পৌঁছাতেই হবে। ছোট খাট দুর্ঘটনার সম্মুখীন আমিও হয়েছি কয়েকবার। হয়তো আল্লাহর অশেষ রহমত ছিল, যে কারণে বড় কিছু হয়নি।
কিন্তু আজ হঠাৎই মনটা খারাপ হয়ে গেল। গন্তব্যে পৌঁছানোর জন্য সিএনজি যোগে যাচ্ছিলাম। হঠাৎই নজর পড়ল ড্রাইভার এর দিকে। বয়স খুব একটা বেশি নয়। এক কথায় সদ্য ফুটন্ত ফুল। দেখলেই মনে হয় অনেক দিন পর্যন্ত সুভাষ ছড়াবে।
হঠাৎ কেন জানি মনে হলো সড়ক দুর্ঘটনা তো কখনও বয়স দেখে হয় না। যার কপালে আছে হয়তো তার বেলাতেই ঘটে।
সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়ে পঙ্গু হলেও খেসারত দিতে হয় পুরো পরিবারকে। আর মারা গেলে তো কথায়ই নেই।
আসলে যে হারায় সেই বুঝে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনার সম্মুখীন হলে পুরো পরিবারকেই এর কষ্ট বয়ে ভেড়াতে হয় সারাজীবন ধরে।
পরিবারের কথা চিন্তা করে হলেও সবার উচিত সর্বোচ্চ সতর্ক হয়ে রাস্তাঘাটে যানবাহন পরিচালনা করা। সতর্ক হয়ে চললেও হয়তো দুর্ঘটনা একেবারে নির্মূল হবে না। তবে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে ইনশাআল্লাহ।
তাইতো সবারই উচিত তাড়াহুড়ো নয়, সর্বোচ্চ সতর্ক হয়ে রাস্তায় চলাচল করুন। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
ফারুক আহমেদ

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...