Tuesday, March 22, 2022

পরিবার


সাগর পাড়ে আসলে কিছু সময়ের জন্য হলেও একদম চিন্তা মুক্ত জীবন উপভোগ করা যায়। ভুলেই যাই আমারও দায়িত্ব আছে!
কিন্তু কথায়ই তো আছে বাস্তবতা বড়ই নির্মম। পর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠে পরিবারের প্রত্যেকটি মুখ। মনে করিয়ে দেয় পরিবারের সবাই পাশে থাকলে কতই না মধুর লাগতো।
আসল কথা হলো আকাশের যাই, পাতালেই যাই আর সাগর সহ যেখানেই নাই কেন পরিবার থেকে দূরে থাকার কোন উপায় নেই। পরিবার হলো চির দিনের ভালোবাসার জায়গা। যেখানে ভালোবাসলে ভালোবাসা আরও বেড়ে যায় সেটাই হলো পরিবার।
পরিবার হলো গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের মতো যতই দূরে থাকি তবুও যেন কাছে।
একজন আদর্শ মানুষের ভিত্তিও এই পরিবারেই গড়ে উঠে। পরিবার হলো এমন এক জায়গা, এখানে যাই চাষ করবেন তাতেই সোনা ফলবে।
অভাব, অনটন, সুখ,দুঃখ, হাসি খুশি সব কিছুই পরিবারের সবাই সানন্দে শেয়ার করে। দূর থেকে দেখলে মনে হবে এটা যেন যার যার নিজস্ব দায়িত্ব।
সব চেয়ে বড় কথা হলো পরিবার নিয়ে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। কারণ পরিবার হলো সব কিছুর উর্ধ্বে।
আমি শুধু এই টুকুই বলতে চাই আমি এমন এক হাসি খুশি পরিবারের সদস্য হয়ে আমৃত্য পাশে থাকতে চাই ইনশাল্লাহ।
ফারুক আহমেদ।



No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...