Sunday, March 13, 2022

নদী ও মানুষ


বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং সেই সাথে জনবহুল দেশও বটে। 


আমার কাছে মাঝে মাঝে মনে হয় নদীর সাথে মানুষের অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যায়। 


▪️পরিবেশ যদি শান্ত থাকে নদীর পানিও  শান্ত থাকে ঠিক তেমনই মানুষ যদি সুখে থাকে তবে মানুষের জীবনও ঠিক শান্ত নদীর মত থাকে।


▪️প্রকৃতিতে ঝড় আসলে নদীতে প্রচন্ড ঢেউ উঠে ঠিক তেমনই মানুষের জীবনেও যদি ঝড় আসে তখন কষ্টের শিহরনের ঢেউ খেলে যায় সারা শরীর জুড়ে। 


▪️নদীর ক্ষেত্রে যেমন এক পাড় থেকে দাঁড়িয়ে অন্য পাড় কে সুন্দর মনে হয় ঠিক তেমনই মানুষের বেলাতেও মনে হয় আমি ছাড়া বাকি সবাই সুখি। 


▪️নদীর সৌন্দর্য যেমন বর্ণনা করে শেষ করা যাবে না ঠিক তেমনই মানুষের রুপেরও শেষ নেই।


▪️নদীতে যখন জোয়ার আসে তখন নদী কানায় কানায় পানিতে ভর্তি থাকে। নদীর আসল সৌন্দর্য তখনই প্রকাশ পায়। ঠিক তেমনই মানুষের বেলাতেও যৌবন কালেই সর্বোচ্চ সৌন্দর্য ফুটে উঠে। 


▪️নদী শুকিয়ে গেলে মরা মনে হয় ঠিক তেমনই মানুষের প্রাণ পাখি উড়ে গেলেই মৃত লাশ ছাড়া আর কিছুই নয়।


▪️নদী শুকিয়ে গেলেও যেমন দাগ থেকে যায় ঠিক তেমনই মানুষের বেলাতেও মরার পরে কর্মের কর্মফল থেকে যায়।


▪️নদীর যেমন শাখা আছে তেমনই মানুষেরও বংশধর আছে।


▪️নদী যেমন ছুটে চলে অবিরাম মানুষের বেলাতেও ঠিক তাই।


▪️নদীর যেমন এক পাড় ভেঙে আরেক পাড় গড়ে মানুষের বেলাতেও সুখ আসলে দুঃখ পালায় আর দুঃখ আসলে সুখ পালায়।


▪️নদীতে যেমন হরেক রকম প্রাণী বাস করে মানুষের ভেতরেও বহু  মানুষরুপী অমানুষও বাস করে।


এত কিছুর পরে আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন সত্যিই নদীর সাথে মানুষের কত মিল খুঁজে পাওয়া যায়।!


ফারুক আহমেদ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...