Tuesday, March 29, 2022

নারী

 নারী তুমি ছ্যাকা দিলেই ছলনাময়ী আবার মা হলেই মমতাময়ী!


নারী তুমি জন্ম নিলেই মেয়ে, বিয়ে হলেই বউ আবার সন্তান হলেই মা। সব জায়গায় যদি নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভাল মন্দের হিসেব করে চলতে পারো তবেই তুমি আদর্শ নারী।


নারী তুমি বউ হয়ে ভালোবাসলে পৃথিবীর সব সুখ পাওয়া যায়। আবার তুমি দুঃখ দিলে সাগরের পানিও যেন কম পড়ে যায়।


নারী তুমি চাইলে হাসাতে পারো আবার কাঁদাতেও জুড়ি মেলা ভার!


নারী কারো কাছে মহান, কারো কাছে ছলনাময়ী, কারো কাছে মমতাময়ী আবার কারো কাছে রহস্যময়ী।


কেউ কেউ বলে 

নারী নাকি যেখানে যেমন রঙ ধরে তেমন!


আমার কাছে মনে হয় নারী মেয়ে হয়ে মায়ের অভাব দূর করে, বউ হয়ে সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকে আবার মা হয়ে মমতার চাদরে ঢেকে রাখে।


ফারুক আহমেদ 

ময়মনসিংহ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...