Tuesday, February 22, 2022

আমার কি গুরুত্বের অভাব নাকি আমি ভুলো মনের, কিছুই তো বুঝতে পারছি না।

শুধুমাত্র এইটুকু বুঝতে পারছি সকালের ভাবনা দুপুরে বদলে যায়, দুপুরের ভাবনা বিকেলে বদলে যায় ঠিক এভাবেই বিকেলের ভাবনা আবার রাতে বদলে যায়।

এই বদলের খেলায় লক্ষ্য নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাইতো ভাবছি ভুলো মন বলে চালিয়ে দিবো নাকি গুরুত্বের মূল্য বুঝা শুরু করবো।

ফারুক আহমেদ ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...