Friday, February 25, 2022

জীবন সব সময় নিজের হিসেব অনুযায়ী চলে না মাঝে মাঝেই বাঁক ধরে। আর জীবনের বাঁকে বাঁকেই লুকিয়ে থাকে নানাবিধ সমস্যা। জীবনের এই সমস্ত সমস্যাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। মানুষের খেলাধূলা মূলত সুখ দুঃখ কে ঘিরেই। সুখে থাকলে দুঃখের কথা ভুলে যাই আর দুঃখ পেলেই আবার সুখ খুঁজি। এক কথায় সুখ দুঃখের হিসাব মেলাতে মেলাতেই জীবনের সময় পাড় হয়ে যায়। সুখ দুঃখের মাঝেও নিজের হিসেব মেলানোর একমাত্র কৌশল দক্ষতা অর্জন করা। 
ফারুক আহমেদ

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...