Friday, March 4, 2022

বিপদ যখন গ্রাস করে তখন পালানোর পথ বন্ধ হয়ে যায়। কথায়ই তো আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। অলসতা অনেকটা আমাদের জাতীয় সমস্যার মতন, সারাক্ষণ লেগেই আছে। কিছুতেই পিছু ছাড়তে চায় না। আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তবুও অলসতায় পড়ে সচেতন হতে মন চায় না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অলসতার কারণে কর্ম চাঞ্চল্য বাধাগ্রস্থ হয়। জীবনের সৌন্দর্য উপভোগ করার জন্য কর্ম করতে হয়। কর্ম যদি ভাল হয় তবে জীবন খুবই উপভোগ্য হবে। আর অন্যথায় টেনে টুনে কোন রকমে জীবন ধারণ করার সামিল। সব দিক থেকে চিন্তা করলে ভাল থাকা বা মন্দ থাকা দুটোই নিজের উপর নির্ভর করে। আমি যে দিকেই পা বাড়াবো সেই দিকের গন্তব্যের দেখাই পাবো। 
ফারুক আহমেদ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...