Saturday, March 12, 2022

জীবনের গতি পথ সুখেও বদলে যায় আবার দুঃখেও বদলে যায়। গতি পথ বদলানোর কারিগর স্বয়ং নিজেই। যার যার কর্ম অনুযায়ী গতিপথ তৈরি হয়। রাস্তা যদি ভাল হয় তখন যানবাহন চলাচল হয় ইচ্ছা মাফিক গতিতে। খুব একটা বেগ পেতে হয় না। আবার রাস্তা যদি সরু হয় তখন যান জটে জীবন থেকে অনেক সময় এমনিতেই নষ্ট হয়ে যায়। এজন্য জীবনের গতিপথ সাজাতে হয় পরিকল্পনা মাফিক। পরিকল্পনা যত নিখুঁত হবে গতিপথ তত মসৃণ হবে।
ফারুক আহমেদ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...