Saturday, March 12, 2022

নিজেকে আবিষ্কারের কৌশল


 যদি নিজেকে নতুন করে  আবিষ্কার করতে চান তবে নিম্নোক্ত বিষয়গুলোর দিকে বিশেষ সুনজর দিতে হবে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। 


▪️এক চোখা নীতি পরিহার করতে হবে।


▪️অন্যের কথা মনোযোগ সহকারে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে।


▪️রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।


▪️কারো সাথে কোনো প্রকার ভুল বোঝাবুঝি হলে কমপক্ষে তিন দিন অপেক্ষা করে পুনরায় ভুল অবসানের চেষ্টা করতে হবে। আর তখন যে সিদ্ধান্তই হবে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।


▪️কথায় কথায় রাগ করা তো দূরে থাক, বরং রাগকেই প্রশ্রয় দেওয়া যাবে না।


▪️নিজের ভেতর ধৈর্যের পাহাড় গড়ে তুলতে হবে।


▪️নিজের তথ্য ভাণ্ডার কে হরেক রকম তথ্য দ্বারা পূর্ণ করতে হবে।


▪️জানার কোন শেষ নাই এরকম মানসিকতা সবসময়ই থাকতে হবে।


▪️জ্ঞান অর্জনের জন্য বয়স কোন বিষয় নয় । তাই বয়স যেন বাধা হয়ে না দাঁড়ায় সে নজর রাখতে হবে।


▪️সময়ের গুরুত্ব অনুধাবন করতে হবে।


▪️কথার সাথে কাজের মিল থাকতে হবে। সেই সাথে কারো সঙ্গেই কথার বরখেলাপ করা যাবে না।


▪️নিজের চরিত্রের উপর দাগ লাগবে এমন কোন কাজ করা যাবে না।


▪️নিজের ভেতর অজানা কে জানার আগ্রহ থাকতে হবে। 


▪️সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্ঞান অর্জনের ক্ষুধা থাকতে হবে।


এক কথায় যার বৈশিষ্ট্য নিয়ে উদাহরণ দেওয়া যায় সেই তো অসাধারণ। আর এই রকম অসাধারণ কিছু পাইতে গেলে আপনার বৈশিষ্ট্য অন্যের থেকে অনেক ভাল ও ভিন্নতর হতে হতে হবে। তবেই তো ধীরে ধীরে আপনি একজন আইডল হয়ে গড়ে উঠবেন।


ফারুক আহমেদ।

No comments:

Post a Comment

হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...