Friday, February 25, 2022

জীবন সব সময় নিজের হিসেব অনুযায়ী চলে না মাঝে মাঝেই বাঁক ধরে। আর জীবনের বাঁকে বাঁকেই লুকিয়ে থাকে নানাবিধ সমস্যা। জীবনের এই সমস্ত সমস্যাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। মানুষের খেলাধূলা মূলত সুখ দুঃখ কে ঘিরেই। সুখে থাকলে দুঃখের কথা ভুলে যাই আর দুঃখ পেলেই আবার সুখ খুঁজি। এক কথায় সুখ দুঃখের হিসাব মেলাতে মেলাতেই জীবনের সময় পাড় হয়ে যায়। সুখ দুঃখের মাঝেও নিজের হিসেব মেলানোর একমাত্র কৌশল দক্ষতা অর্জন করা। 
ফারুক আহমেদ

Tuesday, February 22, 2022

আমার কি গুরুত্বের অভাব নাকি আমি ভুলো মনের, কিছুই তো বুঝতে পারছি না।

শুধুমাত্র এইটুকু বুঝতে পারছি সকালের ভাবনা দুপুরে বদলে যায়, দুপুরের ভাবনা বিকেলে বদলে যায় ঠিক এভাবেই বিকেলের ভাবনা আবার রাতে বদলে যায়।

এই বদলের খেলায় লক্ষ্য নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাইতো ভাবছি ভুলো মন বলে চালিয়ে দিবো নাকি গুরুত্বের মূল্য বুঝা শুরু করবো।

ফারুক আহমেদ ।

বাড়ছে সড়কের দুর্ঘটনা ঝড়ছে তাজা প্রাণ


প্রতিদিন খবরের কাগজ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে চোখ বুলাতেই নজরে আসে হরেক রকম সড়ক দুর্ঘটনার খবর। এসব খবর দেখে কষ্ট হলেও মনে মনে ভাবি যাক আল্লাহর রহমতে আমি তো ভালোই আছি।
মার্কেটিং চাকুরীর সুবাধে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। যাতায়াতের সময় অনেক জায়গায় দুর্ঘটনা দেখেও ভয়ে পাশ কাটিয়ে চলে যাই। কারণ হলো চাকুরী করলে গন্তব্যে পৌঁছাতেই হবে। ছোট খাট দুর্ঘটনার সম্মুখীন আমিও হয়েছি কয়েকবার। হয়তো আল্লাহর অশেষ রহমত ছিল, যে কারণে বড় কিছু হয়নি।
কিন্তু আজ হঠাৎই মনটা খারাপ হয়ে গেল। গন্তব্যে পৌঁছানোর জন্য সিএনজি যোগে যাচ্ছিলাম। হঠাৎই নজর পড়ল ড্রাইভার এর দিকে। বয়স খুব একটা বেশি নয়। এক কথায় সদ্য ফুটন্ত ফুল। দেখলেই মনে হয় অনেক দিন পর্যন্ত সুভাষ ছড়াবে।
হঠাৎ কেন জানি মনে হলো সড়ক দুর্ঘটনা তো কখনও বয়স দেখে হয় না। যার কপালে আছে হয়তো তার বেলাতেই ঘটে।
সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়ে পঙ্গু হলেও খেসারত দিতে হয় পুরো পরিবারকে। আর মারা গেলে তো কথায়ই নেই।
আসলে যে হারায় সেই বুঝে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনার সম্মুখীন হলে পুরো পরিবারকেই এর কষ্ট বয়ে ভেড়াতে হয় সারাজীবন ধরে।
পরিবারের কথা চিন্তা করে হলেও সবার উচিত সর্বোচ্চ সতর্ক হয়ে রাস্তাঘাটে যানবাহন পরিচালনা করা। সতর্ক হয়ে চললেও হয়তো দুর্ঘটনা একেবারে নির্মূল হবে না। তবে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে ইনশাআল্লাহ।
তাইতো সবারই উচিত তাড়াহুড়ো নয়, সর্বোচ্চ সতর্ক হয়ে রাস্তায় চলাচল করুন। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
ফারুক আহমেদ

Monday, February 21, 2022

বিয়ের আগে পরে



বিয়ের আগে ভালোবাসার জন্য হন্যে হয়ে এর ওর পিছনে কত ঘুরি। অথচ বিয়ের পরে দায়িত্ব কর্তব্যের আড়ালে ভালোবাসা যে কোথায় হারিয়ে যায় টেরই পাই না।

আসলে ভালোবাসা হারিয়ে যায়, নাকি ভাবি ঘরের বউকে আবার ভালোবাসার কি আছে? সে তো আমার বিয়ে করা বউ, ভালোবাসলেও থাকবে না ভালোবাসলেও থাকবে। আসলে আমাদের মানসিকতার অভাব। সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় মূল্যায়ন করতে জানি না। বিয়ের আগে প্রেমিকার জন্য ভালোবাসার পাগল হয়ে সব কিছু ছাড়তে রাজি থাকি। দুজন দুজনের জন্য এতটাই পাগল হই যে কাছের মানুষদের তখন শত্রু মনে হয়। একবার মন থেকে ভাল করে ভেবে দেখুন তো অনিশ্চিত হাতের জন্য এত কিছু করতে রাজি আছেন আর নিজের নিশ্চিত ভালোবাসা ঘরের বউয়ের জন্য কেন আপনি পাগল প্রেমিক হতে পারেন না। যাকে ভালোবাসলে জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হবে সে হলো বিয়ে করা জীবন সঙ্গী। যার দিকে এক হাত বাড়ালে দুই হাত দিয়ে জড়িয়ে ধরবে সে আর কেউ নয়, সে হলো আপনার ঘরের বউ। যে আপনার প্রতিক্ষায় পথ চেয়ে বসে থাকে সে আর কেউ নয়, আপনার জীবন সঙ্গী। 

তাই তো আমার দৃষ্টিতে ঘরের বউকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন তবে সে-
  •  বন্ধু হয়ে আপনার পাশে সব সময় দাঁড়িয়ে থাকবে।
  • প্রেমিকা হয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দিবে।
  • বউ হয়ে সংসার কে আগলে রাখবে।

তাই তো প্রেমিকার পিছনে মিছে মিছে সময় নষ্ট না করে বিয়ে করে বউকে প্রেমিকা বানিয়ে ভালোবাসার স্বর্গ বানিয়ে জীবন কাটিয়ে দিন। তাহলে দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই শান্তি পাবেন। 

ফারুক আহমেদ, ময়মনসিংহ।



















Sunday, February 20, 2022

যে আঁখিতে এত ভালোবাসা লুকিয়ে থাকে তা আমরা কয়জনেইবা খুঁজি আবার কয়জনেইবা বুঝি।

 যে আঁখিতে এত ভালোবাসা লুকিয়ে থাকে তা আমরা কয়জনেইবা খুঁজি আবার কয়জনেইবা বুঝি।

যে মুখে সব সময় ভালোবাসার কথা বলে সে মুখে কখনও রাগের কথা মানায় না।
যে অন্যের মুখে হাসি ফুটানোর জন্য ধৈর্য ধারণ করে তাকে কখনোই অধৈর্য্য হওয়া মানায় না।
যে সব সময় অন্যের সুখ খুঁজে তার চোখে কখনও জল মানায় না।
জয়ের জন্য লড়াই না করে কখনোই পরাজয় মানায় না।
ফারুক আহমেদ।

ভালোবেসে হাত ধরলেও যন্ত্রণা ছাড়লেও যন্ত্রণা, ধরলে দায়িত্ব বাড়ে আর ছেড়ে দিলে কষ্ট বাড়ে।



ভালোবেসে হাত ধরলেও যন্ত্রণা ছাড়লেও যন্ত্রণা, ধরলে দায়িত্ব বাড়ে আর ছেড়ে দিলে কষ্ট বাড়ে।

ভালোবেসে কারো হাত ধরার আগে শতবার চিন্তা করুন যেন মৃত্যু ছাড়া এ হাত না ছাড়েন। ভালোবাসা মানে একজন আরেকজনের সাথে জীবন মরণের সাথী, সারাক্ষণ একসাথে পথ চলার সাথী। তাইতো কারো সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করার আগে একটু হলেও ভাবা উচিত। অনেকেই বলে ভালোবাসা নাকি অন্ধ। এবার আপনিই বলুন একজন আরেকজনের হাত ছেড়ে দিলে তো রাস্তা খুঁজাই মুশকিল হয়ে যাবে। তাইতো কারো হাত ধরার আগে খুব ভাল করে চিন্তা করুন। ভালোবাসা মানে সুখের দিনে পাশে থাকবেন আর দুঃখ এলেই রেখে পালিয়ে যাবেন এমন নয়, বরং ভালোবাসা হলো দুঃখের দিনে প্রিয়জনের হাত আরও শক্ত করে ধরবেন। ভালোবাসার মানুষ হাত ধরে পাশে থাকলে সমস্ত বাঁধা বিপত্তি ডিঙিয়ে অনায়াসে সামনের দিকে অগ্রসর হওয়া যায় ইনশাআল্লাহ। ভালোবাসা মানে আমার জন্য তুমি আর তোমার জন্য আমি এই মর্মে প্রতিজ্ঞা বদ্ধ হওয়া। তাই তো কারো হাত ধরার আগে চিন্তা করুন, ছেড়ে দেওয়ার নিয়তে হাত না ধরাই ভালো। কথায়ই তো আছে মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়।

ফারুক আহমেদ, ময়মনসিংহ।


হারানোর ভয় থাকলেই টেনশন মনের ভেতর বাসা বাঁধে ! জীবনটা প্রেমের কোন কবিতা বা গান নয় যে ইচ্ছেমতন আবৃতি বা গেয়ে যাব। যদ...